জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ এবং Mothers of July বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিস, নাটোর-এর যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও বেদনাবিধুর এক স্মৃতিচারণ। সমাবেশে অংশগ্রহণ করেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের মা-বাবা ও পরিবারবর্গ।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ডকুমেন্টারি সিরিজ July Mothers: Their Eyes Remember-এর প্রথম চলচ্চিত্র Will you ever sleep, Ma (বাংলা অনুবাদ: তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?)। এ চলচ্চিত্রে শহীদদের মায়েদের চোখে দেখা স্মৃতি, কষ্ট আর সাহসিকতার চিত্র তুলে ধরা হয়।
উপস্থিত অভিভাবক ও অতিথিরা এ আয়োজনকে একটি মানবিক ইতিহাসচর্চার অংশ হিসেবে অভিহিত করেন এবং এমন অনুষ্ঠান আরও বেশি করে আয়োজনের আহ্বান জানান।
জুলাই অভ্যুত্থানে শহীদ সন্তানদের মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে নাটোর জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।