লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আহবায়ক ভাস্কর বসু রায় ও সদস্য সচিব মেহেদী হাসান রাসেল মনোনীত হয়েছেন।
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়ন ও দায়িত্ব প্রদান করা হয়।
পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষতা ও পেশাদারী স্বার্থ সংরক্ষণের জন্য এবং মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার নিমিত্তে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এ সংগঠনটির রেজিঃ নং ৯৮৭৩৬/১২।
মনোনয়ন ও দায়িত্ব প্রদান সংক্রান্ত এ পত্রে উল্লেখ করা হয় যে, লক্ষ্মীপুর জেলার প্রতিটি উপজেলা শাখা গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক জেলা সম্মেলনে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার আহবায়ক ভাস্কর বসু রায় দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সদস্য সচিব মেহেদী হাসান রাসেল দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের নবগঠিত জেলা শাখার আহবায়ক ভাস্কর বসু রায় ও সদস্য সচিব মেহেদী হাসান রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার নতুন নেতৃত্বে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারি স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’