উল্লেখযোগ্য প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে মোঃ আরিফ আদনান নাটোরে এসেছেন। এর আগে তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলায় ইউএনও হিসেবে এক বছর চার মাস আঠাইশ দিন দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর কার্যকালে পোরশা উপজেলায় সুশাসন, জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়, যা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়।
তিনি সদ্য বিদায়ী ইউএনও আখতার জাহান সাথীর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি নাটোর সদর উপজেলায় এক বছর তিন মাস চব্বিশ দিন দায়িত্ব পালন করেন।
যোগদানের পর ‘মর্নিং পোস্ট’ অনলাইন পোর্টালের এই প্রতিবেদকের মাধ্যমে উপজেলাবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন ইউএনও মোঃ আরিফ আদনান। তিনি বলেন—
নাটোর সদর উপজেলার প্রতিটি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ঐতিহ্যবাহী উপজেলায় উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব। সকলে পাশে থাকলে আমরা একসাথে একটি মডেল উপজেলা গড়তে পারব বলে আমি আশাবাদী।
নবাগত ইউএনও-র আগমনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং সাধারণ জনগণ। দীর্ঘদিন পর একজন পুরুষ কর্মকর্তা হিসেবে তাঁর যোগদান উপজেলায় নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর গতিশীল নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম হবে আরও ফলপ্রসূ, উন্নয়ন হবে আরও টেকসই এবং জনগণ পাবে আরও সরাসরি ও কার্যকর সেবা।
নাটোর সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ও নতুন উচ্চতায় পৌঁছাতে ইউএনও মোঃ আরিফ আদনানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল।