২১ জুলাই ২৫ ইং তারিখে  বিকেল ৫ টায় চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের "গয়নার পটল " স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক কর্মসূচি আরতায় ২০ জন নারীকে ২২ দিন ব্যাপী হস্তশিল্পে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সেলাই মেশিন প্রদান  করা হয়েছে। তাদের মধ্যে ছিল  নয়ারহাট ইউনিয়নের ১০ জন ও এবং অষ্টমীর চর ইউনিয়নের ১০ জন নারী। 
জানা গেছে গত ২৩ জুন২৫  ইং থেকে প্রশিক্ষণ শুরু হয় ২২ দিনে শেষে আরো ৫ দিন যোগ করে ২৭ দিন  করা হয়।
সেলাই মেশিন বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক,  উপজেলা ইঞ্জিনিয়ার জুলফিকার আলী, উপজেলা আইটি অফিসার, ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি, ট্রেইনার, সংবাদ কর্মী ও গয়নার পটল চরের নারী -পুরুষ। 
সভায় আলোচক বৃন্দরা চরাঞ্চলের  নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন এবং দিক দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। 

প্রাধান অতিথি  হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ডিসি স্যারের নির্দেশনা ছিল  চরাঞ্চলের নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে এবং এগিয়ে যেতে পারে। আমরা প্রত্যেক বেনিফিশিয়ারিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হলো। আমাদের আরো লক্ষ্য থাকবে এদেরকে আরো এক্সটেন্ডেন্ট প্রশিক্ষণ দেওয়া যায় কিনা। কোন একটা মার্কেটিং সিস্টেম, এনজিও ও সংস্থা সাথে অ্যাড করে দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করব আমরা।