ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘঠনের উদ্যোগে, পবিত্র পবিত্র মাহে রমজান শরীফ উপলক্ষে, শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নয় মার্চ ২০২৫ ইং রোজ রবিবার বিকাল চার ঘটিকায়, ব্রাহ্মণশাসন দক্ষিণপাড়া তিন রাস্তার মোড়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।    ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ রতনের  সঞ্চালনায় শুরু করা হয় ইফতার সামগ্রী বিতরণের কার্যক্র এ সময় উপস্থিত থাকেন ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ  যুব সংঘের উপদেষ্ঠা ডা. মোবারক হোসেন ইলিয়াছ, উপদেষ্ঠা মো. শফিক উদ্দিন আহমেদ মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, মো. ছালেক মিয়া, মো. আলী আজম,, জুনাহিদুল ইসলাম লিটন, হুমায়ুন কবির প্রমূখ। এবং ভার্চুয়ালি উপস্থিত থাকেন ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, ও সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন রতন, ও ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।  ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি, মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন। আমাদের এই সংগঠন শুরু থেকে এখন পর্যন্ত সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে, শিক্ষা, সংস্কৃতি, ও এলাকার অসহায় হতদরিদ্রদের পাশে ছিল আছে এবং থাকবে। আরো বলেন সমাজে যারা বৃত্তশালী ব্যক্তিবর্গ রয়েছেন, ও বিভিন্ন সামাজিক সংঘ. পরিচালনা করছেন, আপনার সকলে অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।