বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনের ফলাফল ভালো হবে না বুঝে অনেকেই এখন পিআর পদ্ধতিতে ভোট করতে চাইছেন। এ আশা আপনাদের পুরন হবে না। কারন আপনারা জানেন ড.ইউনুস ও তারেক রহমানের আলোচনা ফলপ্রসু হয়েছে। নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। এটি আপনাদের বার্তা দেয়া হয়েছে। এখন পর্যন্ত আপনার সরকারী দলের আমেজ নিয়ে দেশ পরিচালনা করছেন। কয়টা আসন তা জানা নাই। এখন সরকারের প্রত্যেকটা প্রশাসন যন্ত্রে হুকুম কায়েম করেন আপনারা।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদী শাসনের উত্থান ঘটছে, যা আমরা গোপালগঞ্জে দেখেছি।
এসময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব হাসান আলী, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।