চলতি বছরের মে মাসের এক তারিখ থেকে এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসের জন্য কাপ্তাই লেক থেকে মাছ আহরণ বন্ধ করার নির্দেশনা জারি করে মৎস্য উন্নয়ন কর্তৃপক্ষ। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা দন্ডীয় অপরাধ বলে গন্য করা হবে।
আজ ( ১৮ মে) ঝর্না টিলা এলাকায় কাপ্তাই লেকে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় লংগদু জোনের লেঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ফরের মুখ এলাকায় অবৈধ (২৪ কেজি) কারেন্ট জাল জব্দ করেন।
পরবর্তীতে অবৈধ কারেন্ট জাল লংগদু থানায় ডিউটি অফিসার এসআই মাহবুবুর রহমান এ-র নিকট হস্তান্তর করা হয়।
তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ ও লেঃ সিদ্দিকুর রহমান (লংগদু জোন) এর উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জনাব কফিল উদ্দিন মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে বিভিন্ন সচেতন করেছি, জেলেদেরকে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা করছি, তবুও যদি কেউ আইন অমান্য করে মৎস্য আহরণ করে তাহলে তার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বাধ্য থাকব।