নেত্রকোণা জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠান আজ ৭ই এপ্রিল,২০২৫ সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব আকলিমা খাতুন। 
এসময় বিদ্যালয়ের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক (প্রভাতি) নাজমা বেগম,সহ:প্রধান শিক্ষক জনাব আব্দুস সাবুর সহ সিনিয়র এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যাক্ত করেন। বর্তমান শিক্ষার্থীরা তাদের অগ্রজদের বিদায় জানান।
উল্লেখ্য, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় একটি শতবর্ষী বিদ্যালয়। এবং এসএসসি ২০২৫ ব্যাচ বিদ্যালয়ের সর্বশেষ ভর্তি পরীক্ষার্থী ব্যাচ যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি হয়েছিলো।