নেত্রকোণা জেলা সদরের ১নং মৌগাতি ইউনিয়নের বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ খান রেণু এবং তার গং কতৃক চাঁদা না দেওয়ায় গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার লাঞ্ছিত হয়েছেন।

আজ ৯ই এপ্রিল,২০২৫ বুধবার উক্ত লাঞ্ছনার প্রতিবাদে এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষার্থীগণ,এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,যে চাঁদা না পাওয়ায় ফারুক নামে এক ব্যাক্তি প্রথমেই মাদ্রাসা সুপারকে আক্রমণ করা হয় এবং তাঁকে চেয়ার হতে ফেলে দেওয়া হয়। এরপর তাকে মারধর করা হয়। এরই পাশাপাশি মাদ্রাসা অসময়ে ক্ষমতা দেখিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। এবং মাদ্রাসা সুপারকে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়।

মৌগাতি ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম রেণু কয়েকটি মোটরসাইকেল নিয়ে একযোগে মাদ্রাসায় আসেন। এরপর সরাসরি মাদ্রাসা সুপার এর রুমে যান। গিয়ে মাদ্রাসা সুপারকে বলেন আপনি আমাকে চিনেন? তখন মাদ্রাসা সুপার বলেন যে হ্যাঁ,চিনি। এরপর রেণু বলেন আপনাকে না বলেছি,আমার কথামতো চলতে। এরপর মাদ্রাসা সুপারকে লক্ষ্য করে আবার বলেন, আমি আপনাকে নিয়োগ দিয়েছি আমাকে আপনি কি দিয়েছেন? আমাকে চাঁদা দিয়ে আপনার এখানে চাকরি করতে হবে।

এভাবে তিনি চাঁদা চান। মাদ্রাসা সুপার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেণু মাদ্রাসা সুপারকে এভাবে লাঞ্ছিত করেন।


এলাকাবাসী এবং শিক্ষার্থীরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এর বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।