চলতি বছরের এপ্রিলের ১০ তারিখ বৃহস্পতিবার হতে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটিই প্রথম বোর্ড পরীক্ষা। নানা জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এটি। এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষার্থীরা বহু আগেই প্রস্তুতি নিয়ে থাকেন।
বলা হয় সুদীর্ঘ ১০ বছরের সাধনার ফল এসএসসি। এখানে ভালো ফলাফল লাভ করলে জীবনে ভালো কিছু হওয়া যায়।
এরই ধারাবাহিকতায় নেত্রকোণার শিক্ষার্থীরাও প্রস্তুতি নিচ্ছে এসএসসি পরীক্ষার। শেষ মুহূর্তের প্রস্তুতিকে সকলেই নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিচ্ছেন, যাতে একটি ভালো ফলাফল লাভ করা যায়।
নেত্রকোণার স্বনামধন্য স্কুল আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাইদ আহমদ খান এর সাথে কথা বলে জানা যায়, তাদের প্রস্তুতি মোটামুটি ভালো। তবে পরীক্ষা যদি আগে ভাগে নেওয়া হতো তাহলেই ভালো ছিলো। পাশাপাশি যেসব পরীক্ষার আগে একদিন গ্যাপ,সেসব পরীক্ষায় গ্যাপ বাড়িয়ে দিলে ভালো হতো। পাশাপাশি তিনি দোয়াও চেয়েছেন।
এছাড়াও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শেষ মুহূর্তে যথাসম্ভব প্রস্তুতি নিচ্ছেন তারা। একটি ভালো ফলাফলের জন্য সবাই উদগ্রীব।
শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, পরীক্ষা গ্রহণের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভয়ের কিছু নেই। পাশাপাশি নিয়মতান্ত্রিকতা বজায় রাখতে আইনশৃংখলা বাহিনীও সতর্ক অবস্থানে আছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নকরণে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে। প্রশ্নফাঁস ঠেকাতে সকল ফটোস্ট্যাট এর দোকানও বন্ধ থাকবে।