নেত্রকোনার শ্যামগঞ্জে সেনাবাহিনীর অভিযান, ২৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ২৩৮ পিস ইয়াবাখ্নসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোণার দায়িত্বপ্রাপ্ত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নেত্রকোণা আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব এর নেতৃত্বে একটি টিম আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৩৮ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে ১টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি সুইচ গান নাইফ ও নগদ ৫৭০০টাকা উদ্ধার করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার মোঃ ফারুক আহমেদ (৩৫), একই উপজেলার বাদে পুটিকা গ্রামের মোঃ আব্দুল আহাদ (১৮) ও মোঃ রানা খান (৩৩)।পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।