একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্র এবং সমাজের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান

নোয়াখালী  জেলার সদর উপজেলার  নোয়ান্নাই ইউনিয়ন  উচ্চ বিদ্যালয়ের মনির আহমেদ  (৭০) প্রাক্তন  সিনিয়র শিক্ষকের মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট ২০২৫ রাত ১:৪৫ এএম  হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে  মৃত্যু বরণ করেন । স্বল্পভাষী, সদা হাস্যোজ্জ্বল মনির আহমেদ  দীর্ঘ  শিক্ষকতা জীবনে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন । গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী এবং ছাত্র-ছাত্রীরা এলাকাবাসী আত্মীয়স্বজন ।  আজ দুপুর ১২:৩০ মিনিটে নোয়ান্নাই ইউনিয়ন  উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা দুপুর ২:৫৮ মিনিটে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরে দাপন করা হয় সকলের প্রিয় শিক্ষক কে । মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তান অনেক গুণগ্রাহী দেশ বিদেশে অসংখ্য ছাত্রছাত্রী রেখে যান । প্রিয় শিক্ষকের রেখে যাওয়া প্রিয় প্রথম মেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থানরত পিএইচডি সম্পূর্ণ  করেন , দ্বিতীয় মেয়ে একই বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স শেষ করে জাপানে স্বপরিবারে অবস্থানরত, তৃতীয় সন্তান ছেলে নোয়াখালী সরকারী কলেজে রসায়নে অনার্স অধ্যয়নরত, ছোট সন্তান ছেলে সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি অধ্যয়নরত । পরিবারের পক্ষ হতে প্রিয় শিক্ষকের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সকলের নিকট দোয়া চেয়েছেন আল্লাহ যেনো মরহুম মনির আহমেদ বিএসসি বিএড কে জান্নাত দান করেন ।