শরীয়তপুরের নড়িয়ায় ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি অনলাইন ফোরামের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 


শনিবার বিকাল ৩ টায় উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার গরীব অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর তত্ত্বাবধানে এবং ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি অনলাইন ফোরামের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় ঈদ উপহার পেয়ে গরীব অসহায় মানুষ জানান,আমরা চিন্তায় ছিলাম কি দিয়ে ঈদ করবো।এখন আর চিন্তা নেই মহান আল্লাহ পাকের ইচ্ছায় ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি অনলাইন ফোরামের আয়োজনে আমরা ঈদ উপহার পেলাম।তাদের জন্য দোয়া করি। 

ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি অনলাইন ফোরামের সদস্যরা হলেন,

উপদেষ্টা হিসেবে যারা রয়েছেন তারা হলেন,

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু জমাদার 
আবু তাহের বেপারী ( কালন)
এইচ এম বিল্লাল হাওলাদার 
জুয়েল রাড়ী 
হারুন ছৈয়াল

এ ছাড়া এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন
ডিংগামানিক ইউনিয়ন যুবদল সভাপতি এবং নড়িয়া উপজেলা যুবদলের সহ সভাপতি হাজী বিএম শাহআলম 

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন যারা তারা হলেন,
দেলোয়ার হোসেন রাড়ী 
নজরুল খান
ইদ্রিস হাওলাদার 
আবুল মাঝি 
তানিস হাওলাদার 
হাসেম ঢালী
আরিফ হাওলাদার 
আতাউর চৌধুরী
সুমন বেপারি 
ইকবাল শিকদার 
পিপলু হাওলাদার 
ডালিম জমাদ্দার
ডাক্তার লায়লা 
শিপন মিয়া
মনির খান 
মামুন খান 
খায়ের হাওলাদার 
বোরহান মিয়া
রিপন হোসেন 
মাহাবুব লাকুুরিয়া
জাকির হোসেন 
নাজমুল বেপারি 
মামুন তপদার 
রাজিব খান।