পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা শিশুটি এখন পঞ্চগড় সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। গত শনিবার রাতে স্টেশনের প্লাটফর্মে শিশুটিকে একা ঘোরাফেরা করতে দেখে জরুরী সেবা নম্বর ‘৯৯৯’এ ফোন দেন স্থানীয়রা। ফোন পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশুটির নাম রিয়াদ। বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। শিশুটি জানায়, তার বাবার নাম ইব্রাহিম ওরফে সিরাজ। মায়ের নাম নুর নাহার এবং ভাইয়ের নাম খলিল। তার গ্রামের বাড়ি ঠিকানা বলছে কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট জেলায়। পুশিশের ধারণা শিশুটি হয়তো বাড়ি থেকে কোনোভাবে হারিয়ে গিয়ে ভুলবশত দীর্ঘ পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ে চলে এসেছে। তবে কিভাবে সে এতদূর এসেছে, ট্রেনে নাকি অন্য কোনো মাধ্যমে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে। থানা হেফাজতে থাকা শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য রোববার বিকেলে আহ্ছানিয়া মিশন শিশু নগরী, পঞ্চগড়-এ পাঠানো হয়েছে। এর মধ্যে পরিবারের কেউ যোগাযোগ করলে তার পরিচয় নিশ্চিত করে হস্তান্তর করা হবে।
শিশুটিকে কেউ চিনে থাকলে বা তার পরিবারের সন্ধান জানলে পঞ্চগড় সদর থানা (ওসি), ০১৩২০-১৩৮৩৭১/ ০১৭৫৫-৪৯৭৪৯৭, ইউসুফ আলী (সমাজকর্মী), আহ্ছানিয়া মিশন শিশু নগরী, পঞ্চগড় ০১৭৩৫-৩৮৮০৮৭ এই নম্বরে যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।