পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই, সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি গলাচিপা পৌর চত্বর থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর চত্বরে এসেছে শেষ হয়।
বর্তমানে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদলের তিনজন সহ মোট চার জনকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা আরো বলেন, বিএনপি'র ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সব হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করে যাচ্ছে। তারা এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান। বিভিন্ন হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঈন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিন্টু, নূর আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ প্যাদা, ভাসান মাহমুদ, পৌর যুবদলের সদস্য সচিব চান মিয়া প্রমুখ।