অবৈধ ক্রাফট হটাও, পলিটেকনিক বাঁচাও! এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০/০৪/২০২৫ তারিখ সারা দেশের মতো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা মহা সমাবেশ করেছে
শিক্ষার্থীরা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর গেট থেকে একটি মিছিল বের করে পটুয়াখালী ঝাউতলা শহীদ হৃদয় তারুয়া চত্বর এসে এই সমাবেশের শুরু করে।
শিক্ষ শিক্ষার্থীরা জানায় তাদের যে ছয় দফা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে সেই যৌক্তিক দাবি গুলো মেনে নেওয়া হোক তারা আরো জানায় তারা খুব শিগগিরই পড়ালেখায় ফিরতে চায়
তাদের ছয় দফা দাবি গুলো হল :
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% প্রমোশন কোটা বাতিল।
২. জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা।
৩. সব কারিগরি পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ।
৪. প্রতিটি বিভাগীয় শহরে একটি করে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন।
৫. মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা চালু এবং ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক পদে আবেদনের সুযোগ নিশ্চিত করা।
৬. বেসরকারি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ।