দীর্ঘ ২৩ বছরে পটুয়াখালী জেলা বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলনে সরাসরি প্রায় দেড় হাজার ডেলিকেটদের ভোটে জেলা বিএপি'র সভাপতি পদে স্নেহাশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক পদে  এ্যাড. মজিবর রহমান টোটন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।২ জুলাই ভোট গণনা শেষে জেলা বিএনপি'র সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ৭৫৫ ভোট এবং মাকসুদ বায়জিদ পান্না ৪০২ ভোট পেয়েছেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদে মজিবুর রহমান টোটন পেয়েছেন ৪৭০ ভোট  এবং বশির আহম্মেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।উল্লেখ্য, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, বর্তমান বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ (পান্না মিয়া)।সাধারন সম্পাদক পদে জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইদুর রহমান তালুকদার, জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহম্মেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির প্রতিদ্বন্দ্বিতা করেন।