আগামী ২ জুলাই পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি পদপ্রার্থী মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির গলাচিপায় শোডাউন করেছেন।
পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে রবিবার (২৯ জুন) দুপুর ১২টায় গলাচিপা পৌর ফেরিঘাটে শত শত বিএনপি নেতাকর্মীরা বায়েজীদ পান্না ও তৌফিক আলী খান কবিরকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। পরে সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী পান্না ও কবির নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এর পর তারা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিক খানসহ দলীয় নেতৃবৃন্দ ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন ও আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নেছার রাড়ি ও আব্দুস সোবাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশীষ কুমার সাহা, পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদল নেতা মো. বশার, মো. রফিক, মো. সবুজ, উপজেলা যুবদল নেতা মো. জুয়েল মুন্সি, রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বায়েজীদ কালু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সরোয়ার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আহসান ইমরান, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম, গলাচিপা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ, উলানিয়া বন্দর যুবদল নেতা মো. রুবেল, মো. জহির প্রমুখ।