নামঃ তৃষ্ণা বিশ্বাস, ট্রেইনী রিক্রুট কনস্টেবল, আইডিঃ২৫১১৯৬,মাতা : বীনা বিশ্বাস, পিতা : কৃষ্ণ বিশ্বাস, গ্রাম : পূর্ব কমলাপুর, ডাকঘর : দর্শনা বাজার, থানা : ডাসার, জেলা : মাদারীপুর।
তথ্যসূত্রে জান গেছে গতকাল ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে পটুয়াখালী পুলিশ লাইনে এ ঘটনা ঘটে, কি কারণে সে আত্মহত্যা করছে তা এখনো জানা যায়নি।