গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসপদুয়া গ্রামের মিল্লাত হোসেন (২০) ও মোঃ লিটন। আহত যুবকের নাম মোঃ আফসার (৩০)।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ মোশাররফ হোসেন মর্নিং পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের ক্রস লাইন অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল তারা।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাসপদুয়া সীমান্তের কৃষি জমিতে মাছ ধরতে যান তারা। এসময় সীমান্তের ২১৬৪ নং পিলারের কাছে ভারতীয় বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের আমজাদনগর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তারা। স্থানীয়রা মিল্লাত ও আফসারকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত ১টার দিকে তাদের ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় মিল্লাতের। হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অবস্থার অবনতি ঘটলে আফসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অপরদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরার বিলোনিয়া মহকুমা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান। তার মরদেহ শুক্রবার রাত আনুমানিক ৯ টায় বিলোনিয়া স্থলবন্দর দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।