ঝিনাইদহের কোটচাঁদপুরে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ শুরু হয়েছে। ১৩ আগস্ট বুধবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জোনের সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বৃক্ষপ্রেমী ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ কোটচাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

উদ্বোধনী র‌্যালিটি বৃক্ষমেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলায় এসে শেষ হয়। কোটচাঁদপুর শহরের মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বৃহৎ পরিসরে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। স্থানীয় বাসিন্দাদের মতে, এত বড় পরিসরে বৃক্ষমেলা কোটচাঁদপুরে আগে কখনো দেখা যায়নি।

মেলায় অংশ নিয়েছে স্থানীয় বিভিন্ন নার্সারি, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, বীজ কোম্পানি ও প্রাকৃতিক জৈব সার উৎপাদনকারী উদ্যোক্তারা। স্টলগুলোতে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের আকর্ষণ কাড়ছে।

এছাড়া মেলা উপলক্ষে শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, “পরিকল্পিতভাবে সবুজ বাংলাদেশ গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যেকের উচিত বাড়ির আঙিনায় অন্তত একটি গাছ রোপণ করা।”

মেলা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।