পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম (এসইডিপি) এর আওতায় নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে পলাশ উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে.এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করা ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।