বুড়িমারী-রংপুর মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ১ মাসের কারাদণ্ড দেয়। গত কাল বুধবার ২ জুলাই।
অভিযুক্ত যুবকদ্বয়, বেলাল ও সোহেলকে
পাটগ্রামের সরেঅ-বাজার এলাকা থেকে রাতে ১ লাখেরও অধিক টাকার রিসিভ মানিসহ আটক করেন বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।
এই ঘটনায় ক্ষিপ্ত হয় বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ইউএনও ও থানা পুলিশের সাথে।
একটি সুত্র বলছে, পাটগ্রাম থানায় এই দু'জনকে নিয়ে যাওয়ার খবরে বিএনপির কর্মী ও সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে ও কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। গ্রেফতারের ঘটনায় অস্থিরতা সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে পুলিশের সাথে বিএনপির কর্মী-সমর্থকদের। এসময় বিএনপি নেতা চপলসহ বিএনপির ১৪-১৫ জনের মতো আহত হন বলে জানান তারা।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানায় হঠাৎ আক্রমনের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এ সময় ৮ জন পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হতে পারে বলে জানা যায়।