পাবনা জেলার ভাংগুড়া উপজেলায় রাস্তার বেহাল দশা ভোগান্তির শিকার জনজীবন।


পাবনার ভাঙ্গুড়া উপজেলার রাস্তার বেহাল দশা ভোগান্তির শিকার হচ্ছে জনজীবন । চলাচলে দুর্ভোগে পড়ছে হাজার হাজার মানুষ। 
ভাঙ্গুড়া থেকে নৌবাড়ীয়া পাটুল ময়দানদিঘী চন্ডিপুর ও নওগাঁ পর্যন্ত এই রাস্তা টির বেহাল দশার কারণে ভোগান্তির শিকার হচ্ছে জনজীবন।
শুধু ভাঙ্গুড়া উপজেলা নয় অন্য অন্য উপজেলার মানুষ সহ প্রায় ৫০ থেকে ৬০ টি গ্রামের মানুষ চলাচল করছে এই রাস্তা দিয়ে। রাস্তার এই ভয়াবহ অবস্থার কারণে মানুষের চলাচলের অসুবিধা হয়ে পড়েছে। যার কারণে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা। 
স্হানীদের কাজ থেকে জানা গেছে ভাঙ্গুড়া উপজেলার এই রাস্তা টি দীর্ঘ দিন ধরে রাস্তার কোন কাজ হয় না। মাঝে মাঝে কাজ শুরু হয় আবার বন্ধ হয়ে যায়।যার কারণে ভোগান্তির শিকার হচ্ছে জনজীবন।এতে আমরা অনেক অসুবিধার মধ্যে পড়ে আছি।রাস্তায় গাড়ি তে চলাচল করা আমাদের কঠিন হয়ে পড়েছে। যখন তখন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমরা চাই অতি দ্রুত রাস্তা টি সংস্কার করা প্রয়োজন।
এই রাস্তা টির বেহাল দশার কারণে 
অসুস্থ রোগীকে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে।প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী, চাকুরিজীবি,ব্যবসায়ী,ও কৃষকসহ নানা শ্রেণি- পেশার মানুষ । 
তাই কর্তৃপক্ষকে অতি দ্রুত জনস্বার্থে রাস্তা টি বাস্তবায়ন করা জন্য অনুরোধ জানাচ্ছি।