আজ (২৯ ডিসেম্বর) রবিবার সকাল ১০ ঘটিকায় পিরোজপুর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে 'ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের' উদ্যোগে ড.আব্দুল্লাহীল মাহমুদ এর সভাপতিত্বে দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমির জনাব আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ এফ এর কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল সভাপতি জনাব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার। উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ড. আব্দুল্লাহীল মাহমুদকে সভাপতি, মোঃ আলমগীর হোসেনকে সেক্রেটারি করে আই বি ডব্লিউ এফ এর ৪৩ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি জনাব ড. আব্দুল্লাহীল মাহমুদ প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন।