আজ (১৭ ডিসেম্বর) মঙ্গলবার “মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়”-এই স্লোগানকে ধারণ করে পিরোজপুর সদর থানার প্রাঙ্গণে,পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পিরোজপুর জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়। ইতিমধ্যে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে এবং চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে মানবিক পুলিশ হিসেবে সুনাম অর্জন করেন।