গাজীপুর মহানগরীর পূবাইলে কলেজ ছাত্র অনি (১৯) কে ছুড়িকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই এর ঘটনা ঘটেছে। 

রবিবার ( ২৭ এপ্রিল ) সন্ধ্যা ৭ টায় পূবাইলের ৪১ নং ওয়ার্ড   নৈ পাড়া এলাকায় এ ছিনতাই এর ঘটনা ঘটে,

 ভিকটিম অনি সরকার সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭ টায় একটি কাজে বাড়ির সামনে রাস্তায় আসলে, হটাৎ করে আমার সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে  থাকা ৩ জন লোক আমাকে ছুড়ি দেখিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে, 

এ সময় তাদের হাতে থাকা এলকি ধারালো অস্র দিয়ে ভিকটিমের বাম হাতে ছুড়িকাঘাত করে, এ বিষয়ে ভিকটিম অনি বাদী হয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম  এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।