পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সহিংসতা, হুমকি এবং হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ নামের এই খসড়াটি সম্প্রতি চূড়ান্ত করা হয়েছে, যার লক্ষ্য সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা।


এই নতুন অধ্যাদেশ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা, হুমকি বা হয়রানি করে, তবে তাকে দোষী সাব্যস্ত করা হবে। অপরাধের মাত্রাভেদে দোষী ব্যক্তিকে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড অথবা ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপটি দেশে স্বাধীন ও ঝুঁকিমুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে সাংবাদিক সংগঠনগুলো পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিকারে কঠোর আইনের দাবি জানিয়ে আসছিল। এই অধ্যাদেশের মাধ্যমে তাদের সেই দাবি অনেকাংশে পূরণ হলো।

এই আইন কার্যকর হলে সাংবাদিকরা নির্ভয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের ওপর চাপ, ভয়ভীতি বা শারীরিক আক্রমণের ঝুঁকি কমবে। সাংবাদিক মহলে এই নতুন উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।