জামালপুর জেলায় মাদারগঞ্জ উপজেলায় মোঃ মারুফ হাসান পিতা: মোঃ আনিসুর রহমান গ্রাম: সুখনগরী মাদারগঞ্জ থানার অধীনে ।বালিজুরি চৌরাস্তা মোড়ের পশ্চিমে, রিয়াদ প্লাজায় মারুফ হাসানের স্বত্বাধিকারী পরশমনি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে অফিস খুলিয়া, দৈনিক সাপ্তাহিক মাসিক সঞ্চয় ঋণ স্থাপন করিয়া স্থানীয় এলাকা সহ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাবাসীদের নানান ধরনের প্রলোভন দেখিয়ে সদস্য করে সমিতি পরিচালনা করে আসছিল। এসব এলাকাবাসীদের কাছ থেকে, সঞ্চয়ের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং পরবর্তীতে মারুফ হাসান তার পরশমনি বহুমুখী সমবায় সমিতি বাতিল করে দেয় এবং এলাকাবাসী তাদের সঞ্চিত অর্থ ফেরত চাইলে বিভিন্ন ধরনের বাহানা দেখায় এবং এই প্রতারক চক্রটি ফাঁদে পড়ে সেই এলাকার নুরজাহান বেগম। স্বামী: মোহাম্মদ মাসুদ রানা গ্রাম :গোদা  শিমলা থানা: মাদারগঞ্জ জেলা: জামালপুর। নুরজাহান বেগম এক পর্যায়ে এই প্রতারক চক্রটির কথার মুখে পড়ে দুই লক্ষ ৬০ হাজার টাকা সঞ্চয় হিসেবে এই পরশমণি বহুমুখী সমবায় সমিতি লিঃ তিন বছর মেয়াদী জমা রাখে। যাহার একাউন্ট নাম্বার ৬৪ ৪২ ২৪ ১৪ সে সমিতিটি বাতিল হওয়ার পর নূরজাহান বেগম তার গচ্ছিত অর্থ ফেরত চাইলে প্রতারক চক্রটি মূল হোতা মোঃ মারুফ হাসান  নুরজাহান বেগমকে বিভিন্ন অজুহাত দেখায় ।পরবর্তীতে নুরজাহান বেগম তার ভগ্নিপতি মোহাম্মদ রহিমকে সাথে নিয়ে মারুফ হাসানের কাছে গচ্ছিত জমা রাখা টাকা ফেরত চাইতে গেলে, তখন এই প্রতারক চক্রটির মূল হোতা মারুফ হাসান। নুরজাহান বেগমকে এবং তার ভগ্নিপতি মোহাম্মদ রহিমকে হত্যা এবং গুমের হুমকি প্রদান করে ।পরবর্তীতে নুরজাহান বেগম কোন উপায় না পেয়ে জামালপুর বিজ্ঞ সিআর আমলি আদালত জামালপুর এ একটি মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমা নং সিআর ৩৪৫ (১)২০২৪। দীর্ঘদিন এই মুকদ্দমা টি চলার পরেও। পরশ মনি বহুমুখী সমবায় সমিতি লিঃ নামের ভুয়া সমিতি টির প্রতিষ্ঠাতা এবং এ প্রতারক চক্রটির মূল হোতা মো: হাসান। আদালতে হাজির না হওয়ায় পরবর্তীতে মারুফ হাসান এর বিরুদ্ধে বিজ্ঞ সিআর আমলি আদালত ।গ্রেফতারি পরোয়ানা জারি করে। এবং মারুফ হাসানের নামে এবং তার প্রতিষ্ঠিত ভুয়া পরশ মনি বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নামে একটি পত্রিকা বিজ্ঞপ্তির আদেশ জারি করে।