দেবিদ্বারে শিক্ষার মান উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিটি মা তার সন্তানের প্রথম শিক্ষক। আমাদের দেশে শিক্ষার বিস্তার ঘটেছে, কিন্তু গুণগত শিক্ষায় আমরা এখনও পিছিয়ে আছি। শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগেই এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. শাহজালাল ভূঁইয়া ও মো. ওয়ালি উল্লাহ।

প্রতিটি মা সন্তানের প্রথম শিক্ষক—গুণগত শিক্ষা উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা জরুরি, বললেন ইউএনও। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান, ধামতী রৌশন আরা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ব্যবসায়ী মো. মজিবুর রহমান ও মাওলানা মো. বাহাউদ্দিন।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ শিক্ষক আব্দুর রহিম, রিপন চন্দ্র দেবনাথ, আয়ুব আলী সরকার, মুস্তাফিজুর রহমান সরকার, মো. সফিকুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মনিরুল ইসলাম ভূঁইয়া, এনএসআইয়ের সাবেক পরিচালক গোলাম মোস্তফা চৌধুরী, ব্যবসায়ী শাহজাহান কবির, অভিভাবক এলমাদ আলম বাবু, অ্যাডভোকেট হারুন অর রশিদ সবুজ, মো. মহিউদ্দিন খাজা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাইরুজ অনিকা বিন্দু, সাইমন চৌধুরী, ইরশাদ জাহান ও তন্ময় দেবনাথ।

অনুষ্ঠান শেষে “যেমন খুশি তেমন সাজ” ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসিতে এ প্লাস পাওয়া ১৪ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও এককালীন বৃত্তি প্রদান করা হয়।

আপনিও আপনার এলাকার শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসুন। অভিভাবক, শিক্ষক ও সমাজের সকলে মিলেই গড়ে উঠতে পারে একটি আলোকিত প্রজন্ম। শিশুদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আজই উদ্যোগ নিন!