মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সমাজসেবা কার্যালয়ের পক্ষে আজ শনিবার ২৬-০৭-২৫ অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, মোহনগঞ্জ  উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন নগরী, জামায়াতে ইসলামের পৌর আমির রফিক আহমেদ, জমিয়ত নেতা হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ,  বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক  আলতাব হোসেন সহ সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।