আর এন সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে লাঞ্ছিতের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার সকাল সাড়ে দশটায় সরিষাবাড়ী - মাদারগঞ্জ সড়কের রৌহা বাজার এলাকায়  বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে। 
বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আর এনসি উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর অনিয়মিত শিক্ষার্থী ইউসুফ আলীকে গত রোববার দুপুরে ভালোভাবে পড়াশুনা করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম  উপদেশ দেন। পরে শিক্ষার্থী ইউসুফ উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে তার কক্ষে কিল ঘুষি মেরে লাঞ্ছিত করে। পরে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ডাক চিৎকারে সহপাঠী শিক্ষকরা এগিয়ে আসলে  শিক্ষার্থী ইউসুফ দৌড়ে পালিয়ে যায়।
      বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে লাঞ্চিতের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। 
        লাঞ্চিতের প্রতিবাদে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আজ সোমবার সকাল দশটায় ক্লাস বর্জন করে বিক্ষোভে ফেটে পড়ে। বিদ্যালয়ের মাঠ থেকে সকাল সাড়ে দশটায় সরিষাবাডি মাদারগঞ্জ সড়কের চর বাজার এলাকায় দুপুর একটা পর্যন্ত বিক্ষোভ  করে।
         বিক্ষোভ শেষে সমাবেশের বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, বিদ্যালয়ের লাঞ্চিত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আর ইউটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা, আদ্রা আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী  সুমন মিয়া, সোহাগ মিয়া , দশম শ্রেণীর শিক্ষার্থী আরিফ, মুন্নি আক্তার প্রমুখ। 
       দশম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি আক্তার জানায়, আমাদের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছি।
          আর এন সি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অনিয়মিত ছাত্র ইউসুফকে আমি উপদেশ দেওয়ার পর শিক্ষার্থী আমাকে লাঞ্ছিত করেছে। আমি এর বিচার চাই।
        উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন  উদ্দিন বলেন, শিক্ষক লাঞ্চিতের ঘটনা আমি ফেসবুকে দেখে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।