বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট যুব দিবস পালনে বেগমগঞ্জ উপজেলার যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সভাপতিত্বে ও সেক্রেটারি মু. সাইফুল ইসলাম এর সঞ্চালনায়,
উক্ত আলোচনা সভা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
তিনি বলেন যুবকেরা আগামী দিনে নিজদেরকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে যুব শক্তিতে পরিনত করতে হবে।
সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও অপরাধ মুক্ত করে কোরআনের সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি আরো বলেন এই সমাজ থেকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করে সুন্দর একটা দেশ গঠন করে কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন গঠন করে এই সমাজকে কোরআনের সমাজ গঠন কারর আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন
সুইডিস কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডাঃ আবু বকর ছিদ্দিক।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা বায়তুল মাল সেক্রেটারি ও কৃষিবিদ দ্ধীন মোহাম্মদ।বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ।চৌমুহনী শহর আমীর জনাব জসিম উদ্দিন।নায়েবে আমীর মাওলানা মোবাশ্বের হোসোইন।সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমশহর সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমানসহকারী সেক্রেটারি ও শহর যুব বিভাগের সভাপতি মোঃ নুর উদ্দিন সহ প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়া ব্যাক্তি বর্গ।