এবার ১৭শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ হিসেবে ১০২ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুপারিশপ্রাপ্তদের মধ্যে অন্যতম এক নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৫-১৬ সেশনের সাবেক শিক্ষার্থী এডভোকেট মো: জাকারিয়া। তার মেধাক্রম ৯১তম।
মো: জাকারিয়ার জন্ম বরিশালের উজিরপুরে। স্কুল-কলেজ উভয়ই ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এসএসসি(দাখিল) পাস করেছেন দামোদরকাঠী আনোয়ারীয়া দাখিল মাদ্রাসা থেকে এবং এইচএসসি (কামিল) কাসেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে এরপর ভর্তি হোন জাহাঙ্গীরনগরের আইন ও বিচার বিভাগে। মো: জাকারিয়া জানান, অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার পর থেকে প্রস্তুতি নিতে শুরু করলেও ঠিক মতো নিতে পারেননি তিনি। কারন পড়াশুনার পাশাপাশি নিজের ও সংসারের খরচ যোগাতে টিউশনি করতে হয় ক্যাম্পাস লাইফের শুরু থেকেই। আল্লাহর অশেষ রহমতে টিউশনির বিকল্প হিসেবে পেয়ে যান প্রাইমারির চাকরি। বর্তমানে তিনি পূর্ব মশাং সঃ প্রাঃ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। জাকারিয়া জানান, চাকরির পাশাপাশি পড়াশুনা করাটা অনেকটা কস্টের হলেও জাজ হওয়ার নেশায় এই কস্টটা কখনো কস্ট মনে হয়নি। অনেকে এটাকে ভালোভাবে নিতে না পারলেও তার জন্য টিউশনির বিকল্প হিসেবে এটা খুব ভালোই ছিল। তাছাড়া প্রাইমারিতে অনেক ছুটি থাকে যা তাকে প্রস্তুতি নিতে অনেকটা সাহায্য করেছে বলে জানা যায়। সেখান থেকেই শুরু হয় জুডিসিয়ারির এক কেন্দ্রিক প্রস্তুতি। ফলস্বরূপ ১৬ তম জুডিসিয়ারিতে ভাইভা দিয়ে খালি হাতে ফিরে আসতে হলেও ১৭ তম এর জন্য আবার প্রস্তুতি শুরু করে দীর্ঘ সময় পর আসে এই সফলতা। সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় মো: জাকারিয়া তার বাবা, মা, সহধর্মিণী সহ সকল সহযোগিতাকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মো: জাকারিয়ার একাডেমিক জীবনও বেশ উজ্জ্বল, স্নাতকে ৩.৩৫ সিজিপিএ নিয়ে নিজ বিভাগে ষষ্ঠ হয়েছিলেন তিনি।