টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের স্কুলের শিক্ষার্থীদের বঞ্চিত করায় মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘাটাইল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলার প্রায় ৬০-৬৩টি বিদ্যালয়ের প্রায়  সাড়ে আট শতাধিক শিক্ষার্থী, শিক্ষিকা ও শিক্ষকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা শিক্ষায় বৈষম্যের প্রতিবাদে, নতুন জুলাই বিপ্লবের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়- আরো নানা স্লোগান দেন।

এ সময় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এস এম আব্দুল লতিফ , সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান , সহ-সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সহ-সভাপতি মো. শাকের আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান খান, দপ্তর সম্পাদক মাহমুদ হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য কবীর হোসাইন,শওকত আলী খান প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত পরিপত্র জারি করে, যেখানে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এতে করে দেশের প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় প্রাথমিক স্তরের পাঁচ লাখ শিক্ষার্থী বঞ্চনার শিকার হচ্ছে। তারা বলেন, ২০০৯ সাল থেকে কিন্ডারগার্টেন সমমানের পরীক্ষায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়ে আসছে শিক্ষার্থীরা।

বক্তারা আরও উল্লেখ করেন, সারাদেশে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ লাখ শিক্ষিত মানুষের কর্মসংস্থান হয়েছে। তারা শিক্ষানীতি অনুসারে  শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করতে পরিপত্রটি প্রত্যাহার করে। জানান, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত আমরা মানব না।কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিও জানায়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ একই  দাবিতে  প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন।