প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি, প্রোভিসি ও ট্রেজারার পদত্যাগ করেছেন

চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন উপ-উপাচার্য ও ট্রেজারারও।শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণ দেখিয়ে উপাচার্য ড. অনুপম সেন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, উপ-উপাচার্য ও ট্রেজারার ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন।গত দুইদিন ধরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। এই দাবির জেরে তারা তিনটি ক্যাম্পাসে তালা ঝুলিয়ে কার্যত ক্যাম্পাস কার্যক্রম স্থগিত করে দেয়উল্লেখ্য যে ভিসি অনুপম সেনের বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সমর্থন দেওয়া  ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকার অভিযোগ ও প্রমাণ শিক্ষার্থীদের কাছে রয়েছেবিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দাবির মুখে অবশেষে পদত্যাগের এই সিদ্ধান্ত আসে।