জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় “সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ” প্রতিপাদ্যে ফটিকছড়িতে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির সূচনা করেছে অথেন্টিক ফাউন্ডেশন।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ বীরপ্রতীক শফিকুন নূর মওলা মিলনায়তনে এই বার্ষিক কর্মসূচি পালিত হয়।
পাঁচ বছর মেয়াদি "Greensoul: 5000 Trees for Earth" শীর্ষক এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। কর্মসূচির উদ্বোধন করেন অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জয়নুল আবেদিন তাওরাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল হক, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য মো. মোকতার হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথি মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অথেন্টিক ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বনায়নের গুরুত্ব তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন। উপস্থিত সকলে বৃক্ষরোপণের এই মিশন বাস্তবায়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মানবতার সেবায় নিয়োজিত অথেন্টিক ফাউন্ডেশন বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় ৫ হাজার বনজ বৃক্ষ রোপণ, বিতরণ ও পরিচর্যা করার লক্ষ্যমাত্রা নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনগণসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি সচেতন, পরিবেশবান্ধব সমাজ গঠনে অবদান রাখাই এই মিশনের অন্যতম উদ্দেশ্য।