ফরিদপুর সিটি কলেজের ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর যুবলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুর সিটি কলেজের ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর যুবলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ( ২৭ এপ্রিল ) বেলা ১২টায় ফরিদপুর সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়।

ফরিদপুর সিটি কলেজের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ আহাম্মেদ সভাপতিত্ব করেন। কর্মসূচিতে ফরিদপুর সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম আহমেদ হৃদয়, ইয়াসিন কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন, ফরিদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ শেখ, ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিব, সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অভি খানসহ ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "ফরিদপুর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর যুবলীগের সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি একটি হত্যার উদ্দেশ্যে হামলা ছিল। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।"

তারা আরও বলেন, "এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, তাই প্রশাসনকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যেন ভবিষ্যতে এমন হামলা আর না ঘটে।"

এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা রাশেদ খানের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন।