ঢাকা, ৮ জুলাই: রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে “ফল উৎসব ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। গ্রিন ভয়েস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সুস্থ জীবনের জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ-কাম-অধীক্ষক ডা. অসীম কৃষ্ণ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গ্রিন ভয়েস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক মো. সুমন রানা। গ্রিন ভয়েসের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সংগঠক জুয়েল রানা।
সাংস্কৃতিক পর্বে স্বাগত নৃত্য পরিবেশন করে সবার নজর কাড়েন শিক্ষার্থী জয়তুন নাহার।
মৌসুমি ফলের পুষ্টিগুণ নিয়ে বক্তব্য প্রদান করেন হোমিওপ্যাথিক মেডিসিন (মেটেরিয়া মেডিকা) বিভাগের প্রভাষক ডা. মো. ইব্রাহিম। তিনি গ্রিন ভয়েসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পরিবেশ সচেতনতা বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সমিতির সভাপতি ডা. মশিউজ্জামান পান্নু। তিনি পরিবেশ রক্ষায় গ্রিন ভয়েসের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী খন্দকার নাফিউজ জাহান নসিবের কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রীন ভয়েস এর শরীরচর্চা বিষয়ক কার্যক্রম “উদ্যম” কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়। বিজয়ীদের ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক এবং গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির। তিনি তার বক্তব্যে পরিবেশবান্ধব কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা উপস্থিত সবাই মনোযোগ সহকারে উপভোগ করেন।
এছাড়াও অনুষ্ঠানে গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন ও শাকিল কবির, কলেজের সম্মানিত শিক্ষক ডা. শাহী এমরান এবং ডা. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ১০ প্রজাতির দেশি মৌসুমি ফল পরিবেশনের ব্যবস্থা করা হয়। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির অংশ হিসেবে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের পরিবর্তে কলাপাতায় ফল পরিবেশন করা হয়।
উপস্থিত শিক্ষার্থীরা এ উদ্যোগে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।