রংপুর (৮ জুলাই)মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের কসবা গ্রামে আশুরা উপলক্ষে কবরবাসীদের রুহের  মাগফেরাত  কামনায় ২(দুই) দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল।উক্ত  মাহফিলে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে  অত্র জেলার  সংগ্রামী জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক,মিঠাপুকুর  উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামী আমির আসাদুজ্জামান শিমুল, ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির খন্দকার আব্দুস সালাম,অত্র ইউনিয়নের সেক্রেটারি শাহ হাফিজুর রহমান ফকির, টিম সদস্য মেহেদী হাসান  রিফুল,যুব বিভাগের অর্থ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, সাজ্জাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট বর্গ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন শফিয়ার রহমান  ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড।
এ সময় বক্তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আশুরা এবং কবরবাসীর জন্য দোয়া কামনা করেন। আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন,যে সময়ে বান্দা অধিক ইবাদত ও ভালো কাজ করে সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। মুমিনের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত। অতীতে ঘটে যাওয়া ছোট-বড় গুনাহ মার্জনা করানোর সুবর্ণ সুযোগ। সর্বশেষ দেশ ও জাতির জন্য মোনাজাত করে