ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম এর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম
গ্রুপের বিএনপি নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।
মিছিলে অংশকারীরা গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।