ফুলপুরে আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমআার(১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাদী, 

উপজেলা সমাজ সেবা অফিসার সিহাব উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার,প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ।

 জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। ২০ শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারী সকালে শিক্ষার্থী সহ সকলকে নিয়ে প্রভাত ফেরি, ও পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও শিশুদের কবিতা আবৃতি চিত্রাংকন প্রতিযোগিতা,  আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।