ঈদুল ফিতর উপলক্ষে ফুলপুরে স্বেচ্ছায় ট্রাফিক কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও উপদেষ্টা মণ্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে ফুলপুরে স্বেচ্ছায় ট্রাফিক কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও উপদেষ্টা মণ্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে ফুলপুর উপজেলা সম্মেলন কক্ষে জাবালে নূর ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবালে নূর ফাউন্ডেশন ফুলপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলপুর হেলডস ওপেন স্কাউট গ্রুপের পরিচালনা কমিটির সদস্য লাবীব নাহাদী রাহাত ও মিলন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদী, এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “ছোট বাচ্চারা যে স্বেচ্ছায় ট্রাফিক কার্যক্রমে অংশ নিয়েছে, এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে (ঈদুল আযহা) এ ধরণের কাজে তারা যেন আরও বেশি উৎসাহ পায়, সেজন্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করছি।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন, হুমায়ূন কবির মুকুল, সেকান্দর আলী, ইকবাল হোসাইন এবং হেলডস ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ লিডার মিলন মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও উপদেষ্টা মণ্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।