ফেনী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক-ফেনীর কৃতিসন্তান জনাব এম.এ. তাহের এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এড. মেজবাহ উদ্দিন ভূঁঞা প্রমুখ। এম এ খালেকের সঞ্চালনায় এবং শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৫ আগষ্টের পর শেখ হাসিনা ইউরোপে ঢুকতে চেষ্টা করেন কিন্তু আমার নেতৃত্বে কোথাও শেখ হাসিনা একমিনিটের জন্য দাড়াতে পারেনাই। আমরা দেশের বাইরে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে লবিং করি। তিনি আরো বলেন বাংলাদেশের ইতিহাসের নাম নিলে যার নাম বাদ দেয়া যাবেনা তিনি আর কেউনন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। খালেদা জিয়া সম্পর্কে বলেন তিনি আমাদের ফেনীর মেয়ে এজন্য আমরা গর্ব করে বলতে পারি ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা। আজকে ফেনীর কেন্দ্রীয় জামে মসজিদ এর ঘটনাকে কেন্দ্র করে  বিশেষ অতিথি আলাল উদ্দিন আলাল বলেন হাসিনা পালালেও তার দোসররা এখনো হয়েগেছে তার প্রমাণ আজকে আপনারা পেয়েছেন। পরিশেষে সভাপতি শেখ ফরিদ বাহার সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন