ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরীর পাশের দেয়ালে থাকা শেখ মুজিব রহমানের গ্রাফিতির পাশে ‘পূর্ববাংলা সর্বহারা পার্টির কমিউনিস্ট নেতা সিরাজ সিকদারের গ্রাফিতি আঁকা হয়েছে।
কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়াশীল একদল শিক্ষার্থী সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলা হয়।
মঙ্গলবার ২১ জানুয়ারি রাত ৮টার দিকে গ্রাফিটি আঁকা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র গণমঞ্চ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র-যুব আন্দোলন এবং বিভিন্ন প্রগতিশীল সংগঠনের কর্মী গ্রাফিতি অঙ্কনে অংশ নেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে (১৮ জানুয়ারি) একদল প্রতিক্রিয়াশীল শিক্ষার্থী সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে দেওয়া হয়।