গাজীপুরে যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কারখানা কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে পোস্ট দিয়ে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস্ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কারখানাতেই মো.ইদ্রিস আলী (২৩) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছেন। মারা যাওয়া মো.ইদ্রিস আলী উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে মনট্রিমস্ লিমিটেডে চাকরি করতেন।
এ দিকে অভিযোক্ত দুই কর্মকর্তাকে শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে কারখানার সামনে অব্যাহতির নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কারখানা যথারীতি চালু হয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
অপর দিকে ওই কারখানার শ্রমিকদের অভিযোগ,ওই দুই কর্মকর্তা কারখানায় যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের ওপর অত্যাচার করেছেন। তাঁরা মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন,এ ধরনের ঘটনা অতন্ত্য দু:খ জনক।
কারখানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো.যোবায়ের বলেন,নিহতের স্বজনেরা তাঁদের গ্রামের বাড়িতে আছেন। তাঁরা ফিরলে এ ঘটনায় মামলা হবে।