জাতীয় জাদুঘরে ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে শিবির। ৭ ও ৮ ডিসেম্বর ২০২৪ প্রদর্শনী সকাল ১১টা – সন্ধ্যা ৭টা কথা থাকলেও, জনগণের ব্যাপক অনুরোধের মুখে ১দিন বৃদ্ধি করা হয় ।অবশেষে আজ নয় ডিসেম্বর প্রদর্শনী সমাপ্ত করা হলো ।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম বলেন, "এ জাতি গঠনে আমাদের মুসলিম শাসক শ্রেণী দ্বায়ী ,স্বাধক, প্রচারক তাদের ভূমিকা সবছেয়ে বেশি ছিল। বৃটিশ আগ্রাসনে ২০০ বছর পিছিয়ে থাকা জাতির নেতৃত্ব দিয়েছিল জাতির শ্রেষ্ট সন্তান মুসলিমরা |এছাড়াও ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষনিয়।
৭ ও ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে সকাল ১১টা – সন্ধ্যা ৭টা প্রদর্শনী চলার কথা থাকলেও, জনগণের ব্যাপক অনুরোধের মুখে ১দিন বৃদ্ধি করা হয় বলে তাদের অফিসিয়াল ফেসবুক ফেইজ থেকে নিশ্চিত করা হয় ।অবশেষে আজ ৯ ডিসেম্বর প্রদর্শনী সমাপ্ত করা হ্য় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় শিবিরের সভা সমাবেশ দেখা গেলেও বাংলাদেশ জাতীয় জাদুঘরে তাদের উদ্যোগে আয়োজিত একটি প্রথম আলোকচিত্র প্রদর্শনী ।ছাত্র শিবিরের এই আয়োজন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ।দর্শনার্থীরা একে ভালোভাবে গ্রহণ করলেও ,ভিন্ন মতের লোকজন একে দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে ।একজন দর্শনার্থী মর্নিং পোস্ট কে বলেন , 'আমরা এতদিন ফেসবুক বা নিজের এলাকায় দেখা বিষয় গুলো ই জানতাম ,কিন্ত আলোকচিত্র প্রদর্শনীতে এসে আমরা জুলাই বিপ্লবের নানা অজানা দিকের সাথে পরিচিত হয়েছি।“তাদের উদ্দেশ্য রাজনীতিক হোক বা যাই হোক জুলাই বিপ্লবের স্মৃতিগুলো অধিকাংশই একীভূত হয়েছে বলে মনে করেন অনেকেই ।