জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক মনিরুজ্জামান লিমন সহ তিন জনের নামে মিথ্যা চাঁদাবাজীর মামলা ও হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মনিরুজ্জামান লিমন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ।

এছাড়াও তিনি দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক ভোরের চেতনায় বকশীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। 
সোমবার (২১ জুলাই) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজী বাদী হয়ে মামলা আমলে নেওয়ার আদালত বকশীগঞ্জ এ সিআর মামলা দায়ের করেন। 
ওই মামলায় লিমনের বড় ভাই পল্লী চিকিৎসক মিল্লাত হোসেন ও মাদ্রাসা শিক্ষক ভাই রেজাউল করিমকে আসামী করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজীর সঙ্গে একই গ্রামের মফিজল হকের ছেলে মিল্লাত হোসেনের পারিবারিক বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ১৯ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে মিল্লাত হোসেন এর বাড়ির সামনে গিয়ে তাকে বাড়ি থেকে বের হতে বলেন ইসমাইল সিরাজী। পরে মিল্লাতের ভাই রেজাউল করিম ও সাংবাদিক লিমন তার বড় ভাই মিল্লাত হোসেনকে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। এক পর্যায়ের তাদের মধ্যে কথাকাটি হয়। এসময় স্থানীয়রা উভয় পক্ষকে ঝগড়া থামিয়ে বাড়িয়ে পঠিয়ে দেন। 
এঘটনায় ইসমাইল সিরাজী তার ভগ্নিপতি মিল্লাত হোসেন, মিল্লাতের ছোট ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমন, আরেক ভাই রেজাউল করিমকে আসামী করে চাঁদাবাজী ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। 
বিজ্ঞ আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলাটি এফআইআর ভুক্ত করতে নির্দেশ প্রদান করেন।  
এদিকে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলা এবং বকশীগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা। 
আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী কর্তৃক সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে তারা দ্রæত এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
মিথ্যা মামলা প্রসঙ্গে সাংবাদিক মনিরুজ্জামান লিমন জানান, ইসমাইল সিরাজী আমার বড় ভাই মিল্লাত হোসেন এর শ্যালক। পাশাপাশি আমাদের বাড়ি। জমি নিয়ে বিরোধের জের ধরে হয়রানি করতেই আমাদের তিন ভাইকে মিথ্যা চাঁদাবাজীর মামলায় আসামী করেছেন। ঘটনার সত্যতা প্রমাণে সরেজমিনে তদন্ত করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এই মামলাবাজ এর হাত থেকে বাঁচতে চাই।
এব্যাপারে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী ইসমাইল সিরাজী সাংবাদিকদের জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা চাওয়া হয়েছে , যা হবে আইনের মাধ্যমে হবে।