খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দর মহল এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে নির্মান কাজ বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।গত বৃহস্পতিবার উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওনের নির্দেশে এই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয়। জানা যায়, বটিয়াঘাটা উপজেলা এলাকার সুন্দর মহল বাজারের সাপ্তাহিক হাটের অস্থায়ী দোকান বসার সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেম গাজী ও পল্লী চিকিৎসক আজিজুর রহমান। স্থানীয় প্রভাব খাটিয়ে এই পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা। ইতোপূর্বে এই কাসেম গাজী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ৩০টির ঊর্ধ্বে ঘর নির্মাণের সহযোগিতা করেছে। অভিযোগ রয়েছে এই সকল ঘর নির্মাতাদের কাছ থেকে সে হাতিয়ে নিয়েছে মোটা অংকের অর্থ। একাধিক ব্যবসায়ীদের অভিযোগ, সুন্দরমহল বাজারটি সম্পুর্ন নিয়ন্ত্রণ করেন কাশেম গাজী। অথচ বাজারের কোন দোকানে চুরি হলে তার কোন সঠিক ন্যায়বিচার পায়না ব্যবসায়ীরা । স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল বলছে, সরকারি জায়গায় অবস্থিত অবৈধ নির্মিত ঘর ও ভবনগুলো উচ্ছেদ করা হোক। দখল মুক্ত করা হোক সাধারণ মানুষের জন্য বাজারটি। স্থানীয় ইউপি সদস্য জিএম এনামুল হক বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর ফোন পেয়ে আমি বাজারে এসে দেখি, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় বাজার কমিটির সভাপতি কাশেম কাজী।৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: সাহারুল বিশ্বাস বলেন, আমি কাজে বাধা দিলে তারা আমাকে হুমকি দেয় ।বলে তোর এখানে কি কাজ, আমাদের জায়গায় আমরা কাজ করছি, তুই এখান থেকে চলে যা, বিভিন্ন অশালীন ভাষায় আমার সাথে কথা বলেন অবৈধ দখলকারীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে সরকারী জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনার কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।