দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যত” এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৫ পালিত হয়েছে।
রবিবার ১৮ই মে সকালে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে পাহাড়পুর প্রত্নতত্ত্বিক জাদুঘরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পাহাড়পুর জাদুঘর হতে পাহাড়পুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে পাহাড়পুর প্রত্নতত্ত্বিক জাদুঘরের আয়োজনে পাহাড়পুর সেমিনার কক্ষে "জাদুঘর ব্যবস্থাপনা ও দর্শনার্থী নিরাপত্তা " বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ
ইফতেখার আলম, আক্কেলপুর সরকারি করেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান সরকার। পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক যাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম প্রমুখ ৷
এ ছাড়াও উপস্থিত ছিলেন পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিসহ আর্মড পুলিশের সদস্য,ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ।